নড়াইল-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালী। প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা। সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক।
সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন,
“আমি মাসিক দুই লাখ টাকার চাকরি ছেড়ে মানুষের সেবার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। অর্থ উপার্জনের জন্য রাজনীতিতে আসিনি, মানুষের পাশে দাঁড়াতে চাই। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথি মাওলানা আইয়ুব হোসেন মিনা বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে উঠে আসা গণমানুষের সংগঠন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এ সংগঠনে রয়েছে। আগের মতো এবারও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে।”