1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
  3. sabbirzamader7@gmail.com : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার
গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ প্রয়োগের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ প্রয়োগের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

ডেক্স রিপোর্ট
    Update Time : Saturday, September 20, 2025
  • 19 Time View
গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ ব্যবহার করা হবে বলে ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার এ ঘোষণা দেয় তারা।

গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ ব্যবহার করা হবে বলে ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার এ ঘোষণা দেয় তারা।

 

 

ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে তাদের স্থল অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা শহরের বাসিন্দাদেরকে শহর ত্যাগ করতে বলেছে।

 

 

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংস করে দেয়া এবং জাতিসঙ্ঘ ঘোষিত দুর্ভিক্ষের কবলে পড়া যুদ্ধের প্রায় দুই বছর পর ইসরাইল গাজা সিটি দখলের জন্য বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়ে যাচ্ছে। এই আক্রমণ এমন এক সময় চালানো হচ্ছে, যখন কয়েকটি পশ্চিমা সরকার আগামী সপ্তাহে একটি জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। এই সরকারগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সও রয়েছে।

 

সেনাবাহিনী মঙ্গলবার থেকে তাদের স্থল অভিযান শুরু করেছে এবং কয়েকদিন ধরে বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে। তবে অনেক ফিলিস্তিনি জানাচ্ছে যে এই যাত্রা অতিরিক্ত ব্যয়বহুল এবং তারা জানে না যে তারা কোথায় যাবে।

 

পশ্চিম গাজা সিটির একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালেদ আল-মাজদালাভি ‘তীব্র ও অবিরাম’ গোলাবর্ষণের বর্ণনা দিয়ে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে, আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছি। কিন্তু আমরা কোনো পরিবহনের উপায় খুঁজে পাচ্ছি না।’

 

৩২ বছর বয়সী ওই ব্যক্তি আরো জানিয়েছেন, ‘আমরা অবশেষে আজ সকালে চলে যাওয়ার পথ পেয়েছি। আমাদের জিনিসপত্র গোছালাম এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। ড্রাইভার আমাদের ফোন ধরছে না।’

 

জাতিসঙ্ঘ আগস্টের শেষের দিকে অনুমান করেছে যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় ১০ লাখ মানুষ বাস করছে।

 

শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের শেষের দিক থেকে ৪ লাখ ৮০ হাজার মানুষ পালিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।

 

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি উদ্ধার বাহিনী গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ৪ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র শুক্রবার এক পোস্টে জানান, ৪৮ ঘণ্টা আগে খুলে দেয়া একটি অস্থায়ী বাস্তুচ্যুতি পথ বন্ধ করা হয়েছে এবং এখন দক্ষিণে যাওয়ার একমাত্র পথ হলো আল-রাশিদ সড়ক, যা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।

 

ইসরাইলি সেনাবাহিনীর আভিচায় আদ্রাই এক এক্সবার্তায় গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাবেন ইসরাইলি সেনাবাহিনী।’

 

তিনি আরো বলেন, ‘এই সুযোগটি নিন ও লাখ লাখ শহরের বাসিন্দাদের সাথে যোগ দিন, যারা দক্ষিণে মানবিক এলাকায় চলে গেছেন।’

 

সূত্র : এএফপি/বাসস

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');