1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
  3. sabbirzamader7@gmail.com : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার
মোরেলগঞ্জে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

মোরেলগঞ্জে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি
    Update Time : Friday, September 26, 2025
  • 14 Time View

পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়েত ইসলামের বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করেছে।

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচারের দাবি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, এবং বিভিন্ন সংস্কারের কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের মাঝে আলোচনার মাধ্যমে ৮৪টি প্রস্তাব গৃহীত হয়েছে।

সারাদেশের ন্যায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা ও পৌর জামায়াত ইসলামী কর্তৃক কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দলের সমর্থক নেতা ও কর্মীরা বিভিন্ন এলাকা থেকে আসেন।

 

প্রথমে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলের পর, স্থানীয় বাজারের কাপুডিয়া পট্টির মূল সড়কে আসন্ন জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমীর মাস্টার মো. মনিরুজ্জামান মনির, এবং উপজেলা সেক্রেটারি মো. মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ ।

এছাড়া, পিআর পদ্ধতি জাতীয় নির্বাচনের প্রয়োজনে, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের বিচারের দাবিতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনেও শহরের বিভিন্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে শুরা সদস্য ইসলামী আন্দোলনের প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি. উপস্থিত ছিলেন, যেখানে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, এবং বিশেষ বক্তা হিসেবে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');