1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
  3. sabbirzamader7@gmail.com : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার
জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার

ডেক্স রিপোর্ট
    Update Time : Monday, October 13, 2025
  • 30 Time View
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর ছাত্র হলে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিং করার ঘটনায় একই বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
ফাইল ছবি ( সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর ছাত্র হলে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিং করার ঘটনায় একই বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

 

আজ সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

 

এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে সভাপতি, সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানকে সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফকে সদস্য-সচিব করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বরকক্ষে একই বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দ্বারা ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক, হল গার্ড ও হল সংসদের নেতারা গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করেন।

 

 

এ ঘটনায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে অফিস আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৪-এর (১) (খ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

 

 

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩তম ব্যাচের মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');