শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম নিদর্শন—ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর এলাকায় মধুমতি নদীতে এ প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়।
সকালের পর থেকেই প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় জমতে থাকে হাজারো মানুষ। দুপুরের পর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নদীর তীর। বৃষ্টি উপেক্ষা করে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মেতে ওঠেন উৎসবমুখর পরিবেশে। অনেকে আবার ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে মাঝনদীতে গিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
দর্শনার্থীদের অনেকে জানান, এ আয়োজন তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে শেকড়ের কাছে। দিনভর নদীর পাড়জুড়ে চলেছে মিলনমেলা, হাসি-আনন্দ আর উচ্ছ্বাস।
এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় নড়াইলসহ আশেপাশের জেলা থেকে মোট চারটি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় ৩০ থেকে ৪০ জন মাঝি একসাথে বৈঠা চালিয়ে এগিয়ে যান লক্ষ্যের দিকে। মাঝিদের ছন্দময় স্লোগান, বৈঠার শব্দ আর দর্শকদের করতালিতে মুহূর্তে জমে ওঠে পরিবেশ।
শিশু দর্শনার্থী জোনায়েত ও সাইমন বলেন, “এবারই প্রথম নৌকাবাইচ দেখলাম। অনেক আনন্দ হয়েছে, বিশেষ করে নৌকায় বসে প্রতিযোগিতা দেখাটা ছিল দারুণ অভিজ্ঞতা।”
নৌকাবাইচের পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ মেলা। মেলায় পাওয়া যায় হাওয়াই মিঠাই, মাটির খেলনা, বাঁশি, ঢোল, পিঠা-পুলি ও স্থানীয় খাবারের সমাহার। মেলার জমজমাট পরিবেশে গ্রামীণ ঐতিহ্যের আবহ ফুটে ওঠে।
শালনগরের গৃহবধূ শারমিন আক্তার বলেন, “এ ধরনের আয়োজন হলে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো যায়। প্রতিবছরই আমরা আসি, সবাই আনন্দ করি।”
প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “নৌকাবাইচ শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. কামাল শেখ, সাধারণ সম্পাদক তুহিন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক