1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
  3. sabbirzamader7@gmail.com : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার
মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল একমাত্র ছেলে - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল একমাত্র ছেলে

ডেক্স রিপোর্ট
    Update Time : Thursday, October 9, 2025
  • 46 Time View
ময়মনসিংহের ত্রিশালে একমাত্র ছেলে কর্তৃক তার মা-বাবাকে হত্যা করে শয়নকক্ষে খাটের নিচে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের ত্রিশালে একমাত্র ছেলে কর্তৃক তার মা-বাবাকে হত্যা করে শয়নকক্ষে খাটের নিচে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

 

ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

 

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বইলর বাঁশকুড়ি এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত ছেলে বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা বানোয়ারা বেগমকে (৬০) শ্বাসরোধে হত্যা করে ঘরে পুঁতে রাখে। রাতের বেলায় বাবা মোহাম্মদ আলীকেও (৭০) হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়। বৃহস্পতিবার সকালে নিহতদের মেয়ে মোসা: জরিনা বেগম ভাইয়ের (হত্যাকারী) ফোনে কল দিয়ে মা-বাবার খোঁজ-খবর নিতে তাদের সাথে কথা বলতে চান। ঘাতক ভাইয়ের কথাগুলো অসংলগ্ন মনে হলে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বাবার বাড়িতে আসেন।

 

বাড়িতে এসে ঘরের ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখে তার সন্দেহ ঘনীভূত হয়। এসময় খাটের ওপরে থাকা সবকিছু ভিজা কেন জানতে চাইলে বলে পানি পড়েছে বিছানায়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরো গভীর হয়। এক পর্যায়ে ট্রাংকের নিচে থাকা বালু সরালে মা-বাবার হাত দেখা যায়। এসময় জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে।

 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, ‘ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');