1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
  3. sabbirzamader7@gmail.com : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার : মোঃ সাব্বির জমাদ্দার স্টাফ রিপোর্টার
মোরেলগঞ্জে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

মোরেলগঞ্জে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি
    Update Time : Thursday, October 9, 2025
  • 38 Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা ভস্মীভূত করা হয়েছে।

 

বুধবার বিকালে  উপজেলা প্রশাসনিক চত্বরে জব্দকৃত প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৮ টি চরগড়া চাল, পুড়িয়ে তা বিনষ্ট করেন প্রশাসন।

 

এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

 

জানাগেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষন অভিযান-২০২৫, ২২ দিনের নিশেধাজ্ঞা চলাকালিন গত ৪দিনের অভিযানে মৎস্য অধিদপ্তর মোবাইল কোট পরিচালনার মধ্যমে বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ কারেন্ট জাল আটক করেন।

 

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, সাগর ও নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন সরকার ইলিশ আহরণ পরিবহন, মজুদ ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ করেছেন।

 

নিষিদ্ধকালিন মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ ও সভা সমাবেশ মাইকিং করা হয়েছে। অবকাশ কালিন সময়ে জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা জনপ্রতিি ২৫ কেজি চালের বরাদ্দ হয়েছে ২/৩ দিনের মধ্যে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');