ভোলার বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন মামলার রুবেল নামের এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ওপর হামলা করে তার স্বজনেরা। ওই ঘটনায় করা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে একই এলাকায় এএসআই আলমাস ও এএসআই নুরুল ইসলামের ওপর হামলা করে পরোয়ানাভুক্ত আসামি রুবেলের স্বজনেরা।
আহত ওই দুই পুলিশ সদস্য বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের দেখতে আজ সকালে হাসপাতালে যান ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, সোমবার পরোয়ানাভুক্ত আসামি রুবেলকে ধরতে ৬নং বাটামারায় যান এএসআই আলমাস ও এএসআই নুরুল ইসলাম। পরে আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই দুই পুলিশ সদস্যকে তারা এলোপাথাড়ি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। ব্লেড দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানেও ক্ষত করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এএসআই আলমাস বাদি হয়ে ১২ জনকে চিহ্নিত ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের ওপর হামলা মামলায় পরোয়ানাভুক্ত আসামির ভাইসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply