1. mdsabbirzamader7@gmail.com : admin :
ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
    Update Time : Monday, November 11, 2024
  • 130 Time View
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

সোমাবার (১১নভেম্বর) সকালে জয়পুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত, চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম সুমন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি শরিফুল আলমের ছেলে।

 

সাইফুল ইসলাম সুমন গত ২০১৯ সালে লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে বই প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যায়। এরপর গত ৫ জানুয়ারি ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত১৬ সেপ্টেম্বর লোহাগড়া পৌর শাখা বিএনপির এক নেতা থানায় মামলা দায়ের করেন।

 

মামলায় সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০২ জন ও  অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করা হয় । এ মামলার ৯নং এজাহারনামীয় আসামি জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সুমন কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫